ক্রীড়া ডেস্ক: বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক বাংলাদেশ। আজ (শনিবার) শহীদ নুর হোসেন ভলিবল স্টেডিয়ামে ইরাককে ৪৯-৩৩ পয়েন্ট ব্যাবধানে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নেয় বাংলাদেশ।
টানা পাঁচ ম্যাচ জিতে বাংলাদেশের সংগ্রহ ১০ পয়েন্ট। ম্যাচ সেরা খেলোয়াড় হন বাংলাদেশের অধিনায়ক তুহিন তরফদার। যদিও এই ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি দুই নির্ভরযোগ্য খেলোয়াড় রাসেল ও রোমান। এদিকে, দিনের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৭৯-৩৪ পয়েন্টে হারিয়েছে চাইনিজ তাইপে।
Saju/shimul