রাজবাড়ী সংবাদদাতা : ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর বসন্তপুর এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তরমুজের ভেতর থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় মো. মামুন মিয়া (৩৪) নামের এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়। সে কুমিল্লার দেবিদ্বার উপজেলার জয়পুর গ্রামের কবির মিয়ার ছেলে। আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এই মাদক উদ্ধারের ঘটনা ঘটে।
যাত্রী সূত্রে জানা যায়, বাসটি ফরিদপুর থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় বসন্তপুর এলাকায় আসলে পুলিশ বাসের গতিরোধ করে তল্লাশি চালায়। এসময় বাসের সিটের নিচে থাকা তরমুজ সদৃশ একটি প্যাকেট থেকে গাঁজা উদ্ধার করে পুলিশ।
রাজবাড়ী গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা সততা নামের যাত্রীবাহী একটি বাসে অভিযান পরিচালনা করি। বাসের ভেতরে তরমুজের মতো একটি বস্তু দেখা যায়। সেটি জব্দ করে গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় মামুন মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে সে গাঁজা ব্যবসার কথা স্বীকার করেছেন। মাদক আইনে তার বিরুদ্ধে মামলা করে আদালতে প্রেরণ করা হবে।
Prottay/shimul