সাফ অনূর্ধ্ব ১৭ নারী ফুটবল শুরু সোমবার

প্রকাশিত: ১৮-০৩-২০২৩ ১৯:৫০

আপডেট: ১৮-০৩-২০২৩ ২১:৫৪

ক্রীড়া প্রতিবেদক: স্বাগতিক বাংলাদেশসহ পাঁচ দলের অংশগ্রহণে সোমবার ঢাকায় শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। যেখানে দক্ষিণ এশিয়ার বাইরে অন্তর্ভুক্ত করা হয়েছে রাশিয়াকে। আসরে ম্যাচ বাই ম্যাচ ভালো খেলে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ। টুর্নামেন্টে ৫ দল রাউন্ড রবিন লিগ ভিত্তিতে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন। 

আগামী সোমবার ঢাকায় শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। আসরে বাংলাদেশের পাশাপাশি অংশ নিচ্ছে নেপাল, ভুটান, ভারত ও রাশিয়া। দক্ষিণ এশিয়ার টুর্নামেন্ট হলেও এবার বিশেষ আমন্ত্রিত দল হিসেবে খেলবে রাশিয়া। রাশিয়ার অন্তর্ভুক্তি আসরটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করবে বলে আশাবাদী কোচ গোলাম রাব্বানী ছোটন।

রুমা আক্তারকে অধিনায়ক করে এরইমধ্যে ২০ সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। যেখানে সদ্য শেষ হওয়া সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের ৩ জন সিনিয়র খেলোয়াড় রয়েছেন। এর আগে এই দল সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল দলে অংশ নিয়েছিল। যেখানে নেপালের কাছে হেরে ঘরের মাঠে রানার্সআপ হয়। এবার সেই ভুল করতে চায়না মেয়েরা।

আসরের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তাফা কামাল স্টেডিয়ামে। ৫ দল রাউন্ড রবিন লিগ ভিত্তিতে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন। প্রথম দিনে বাংলাদেশ খেলবে ভুটানের বিপক্ষে। 

 

Saju/shimul