নিজস্ব প্রতিবেদক: নৌযান শ্রমিকদের ৬০ শতাংশ বেতন বাড়ানোর সরকারি সিদ্ধান্ত মেনে নেয়া হবে না বলে জানিয়েছে নৌযান মালিকরা। আজ (শনিবার) রাজধানীর বিজয়নগরে কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা সংবাদ সম্মেলনে এ কথা জানান। মালিকদের দাবি আগামী ঈদ উল ফিতর পর্যন্ত তাদের দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনে যাওয়া হবে।
এই সময়ের মধ্যে শ্রমিকদের বর্ধিত বেতন দেয়া হবে না বলেও জানান তারা। সংবাদ সম্মেলনে বাংলাদেশ অভ্যন্তীরণ নৌ চলাচল সংস্থা, কোস্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, পেট্রোলিয়াম ট্যাংকার্স ওনার্স অ্যাসোসিয়েশন, অয়েল ট্যাংকার্স অ্যাসোসিয়েশন ও খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ পরিবহন মালিকসহ নৌযান মালিকরা উপস্থিত ছিলেন।
Azmi/shimul