মাদারীপুরে বাস খাদে, নিহত ১৯

প্রকাশিত: ১৯-০৩-২০২৩ ০৯:০৮

আপডেট: ১৯-০৩-২০২৩ ১৯:৩৬

মাদারীপুর সংবাদদাতা : মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে থেকে একটি যাত্রীবাহী বাস নিচে পড়ে ১৯জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ২৫ জন। পুলিশ জানায়, (আজ) রোববার সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস উপজেলার কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে নিচে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত ৮জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইমাদ পরিবহনের এই যাত্রীবাহী বাসটি রোববার সকালে পদ্মা সেতুর সংযোগকারী এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় দুমড়েমুচড়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ১৪জন যাত্রী। আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও ৪জন। গুরুতর আহত ৯জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এছাড়া আহত আরও কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

বাসের বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন দুর্ঘটনার সময়ের ভয়ংকর অভিজ্ঞতার কথা।

জেলা পুলিশ সুপার জানান, দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে বেপরোয়া গতি ও সামনের একটি চাকা ফেটে যাওয়ার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনায় আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

lamia/Bodiar