আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের মারিউপোল দখলে নেয়ার পর সেখানে প্রথমবার সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া ক্রিমিয়া সফর করেছেন তিনি। ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপটি দখল করার নবম বর্ষপূর্তি উপলক্ষে আকস্মিক এ সফর করেন তিনি। এরইমধ্যে রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রামতোর্স্ক শহরে হামলা জোরদার করেছে। এদিকে, ইউক্রেন থেকে শস্য রপ্তানির চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘ ও তুরস্ক।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসি শুক্রবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরদিন ক্রিমিয়া সফর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন থেকে উপদ্বীপটি দখলের নবম বার্ষিকীতে তিনি শনিবার এই সফর করেছেন।
আল জাজিরা জানিয়েছে, সফরকালে রুশ প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান সেভাস্তোপোল শহরটির রাশিয়া সমর্থিত গভর্নর মিখাইল রাজভোজায়েভ। এসময় একটি নতুন শিশুকেন্দ্র এবং আর্ট স্কুল ঘুরে দেখানো হয় তাকে। তবে যাওয়ার আগে কোনো ঘোষণা দেননি পুতিন।
এছাড়া ইউক্রেনের রুশ অধিকৃত দোনেৎস্ক অঞ্চলের মারিউপোল শহরটিও সফর করেন প্রেসিডেন্ট পুতিন। গত বছর ফেব্র“য়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর দখল করা অঞ্চলে প্রথমবার রুশ প্রেসিডেন্ট সফর করলেন। রুশ সেনাদের অগ্রগতি পর্যবেক্ষণ করতে মারিওপোলের বেশ কয়েকটি এলাকায় ভ্রমণ করেন তিনি। যদিও এ সফরকে ঘিরে রুশ প্রেসিডেন্টের কোনো মন্তব্য প্রকাশ করে নি রাশিয়ার গণমাধ্যমগুলো।
এদিকে, কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। রাশিয়া ও ইউক্রেনের সাথে আলোচনার পর চুক্তির মেয়াদ বাড়ানো হয় বলে ঘোষণা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও জাতিসংঘ। তবে চুক্তির মেয়াদ কতদিন বাড়ানো হয়েছে তা এখনও জানানো হয়নি।
hasna/Bodiar