এফএ কাপ ফুটবলে সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি

প্রকাশিত: ১৯-০৩-২০২৩ ১৩:৫৭

আপডেট: ১৯-০৩-২০২৩ ১৩:৫৭

ক্রীড়া ডেস্ক : ইংলিশ এফএ কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে বড় জয় দিয়ে সেমিফাইনালে উঠেছে বর্তমান লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যান সিটি ৬-০ গোলে হারিয়েছে বার্নলেকে। ঘরের মাঠে আধিপত্য দেখিয়েছে সিটিজেনরা। 

খেলার প্রথমার্ধেই নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হাল্যান্ডের জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় ম্যান সিটি। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে দলের পক্ষে আরেকটি গোল করে নিজের হ্যাটট্রিক তুলে নেন হাল্যান্ড। 

দলের পক্ষে জোড়া গোল করেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবল তারকা হুলিয়ান আলভারেজ। আর একটি গোল করেছেন কোলে পালমার। 

 

AAA/Bodiar