এস.এম.সুমন : সিলেটে তিন ম্যাচ ওয়ানডে ক্রিকেট সিরিজের দ্বিতীয় খেলায় আগামীকাল মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও আয়ারল্যান্ড। প্রথম খেলায় জিতে বাংলাদেশ দলের খেলোয়াড়রা মানসিকভাবে এগিয়ে আছে। সাফল্যের ধারবাহিকতা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করার লক্ষ্য টাইগারদের। অন্যদিকে, আয়ারল্যান্ডের লক্ষ্য সিরিজে সমতা আনা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে দুপুর ২টায়।
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম একদিনের ক্রিকেট খেলায় বেশ কয়েকটি রেকর্ড গড়েছে বাংলাদেশ। ওয়ানডেতে নিজেদের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান, সবচেয়ে বড় ব্যবধানে জয় এসেছে প্রথম খেলায়। দলীয় রেকর্ডের পাশাপাশি ব্যক্তিগত অর্জনও ছিলো ক্রিকেটারদের। সাকিব আল হাসান দ্বিতীয় বাংলাদেশী হিসেবে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন, অভিষেক ওয়ানডেতে দেশের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন তাওহীদ হৃদয়।
রেকর্ড ও অর্জনের ম্যাচে বড় জয় পাওয়ায় ক্রিকেটাররা মানসিকভাবে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন। দ্বিতীয় একদিনের ক্রিকেট খেলার আগেরদিন তাই বাংলাদেশ দল বিশ্রামে কাটিয়েছে। তবে হোটেলেই ম্যাচের রণ কৌশল ঠিক করে নিয়েছে বাংলাদেশ দল। সাফল্যের ধারাবাহিকতা দ্বিতীয় খেলাতেও ধরে রাখার লক্ষ্য স্বাগতিকদের।
ওয়ানডে র্যাঙ্কিংয়ের আয়ারল্যান্ডের অবস্থান ১১ নম্বরে। অভিজ্ঞতা এবং শক্তি দুই দিক থেকেই আইরিশরা অনেক পিছিয়ে বাংলাদেশের তুলনায়। এর উপর ভিন্ন কন্ডিশনে খেলতে এসে প্রথম ম্যাচেই সফরকারীরা বড় ব্যবধানে হেরেছে। তবুআয়ারল্যান্ডচায় সিরিজের দ্বিতীয়ওয়ানডেতে জয় নিয়ে ঘুরে দাঁড়াতে।
বাংলাদেশ দলের জন্য সুখবর সুস্থ হয়ে উঠেছেন মেহেদী হাসান মিরাজ। পিচের চরিত্র দেখেই দ্বিতীয় ওয়ানডের একাদশ ঠিক করবে স্বাগতিক দল।
SMS/Bodiar