এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণ জয়

প্রকাশিত: ১৯-০৩-২০২৩ ১৫:৪৮

আপডেট: ১৯-০৩-২০২৩ ১৬:৩০

ক্রীড়া ডেস্ক: চাইনিজ তাইপেতে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং আরচারি টুর্নামেন্ট স্টেজ-১ এ স্বর্ণ জিতেছে বাংলাদেশ। আজ (রোববার) কাজাখস্তানের বিপক্ষে ফাইনালে বাংলাদেশ জয়লাভ করে। ৫-৩ সেট পয়েন্টে এই জয় পায় বাংলাদেশ। রিকার্ভ মিশ্র ইভেন্টে দিয়া সিদ্দিকী ও হাকিম আহমেদ রুবেল অংশ নিয়েছেন। 

আজ ফাইনালে প্রথম সেটে বাংলাদেশ হেরেছিল। সেখানে কাজাখস্তান ৩৮-৩৬ পয়েন্টে জেতে। প্রথম সেট হারলেও পরের দুই সেট বাংলাদেশ জিতেছে যথাক্রমে ৩৫-৩৬ ও ৩৩-৩৭ পয়েন্টে। পরবর্তীতে বাংলাদেশ তিন সেটে ৪-২ পয়েন্টে লিড পায়। শেষ সেটে ৩৯-৩৯ পয়েন্টে ড্র হলে বাংলাদেশ ৫-৩ সেট পয়েন্টে স্বর্ণ জিতে নেয়। 

এই টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশের ৯ সদস্যের দল। ১০ ইভেন্টের মধ্যে বাংলাদেশ অংশ নিয়েছে রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ মহিলা একক, রিকার্ভ পুরুষ দলগত, রিকার্ভ মিশ্র দলগত, কম্পাউন্ড পুরুষ একক, কম্পাউন্ড মহিলা একক এবং কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে।

Mustafiz/sharif