মানিকগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত: ১৯-০৩-২০২৩ ১৭:৩১

আপডেট: ১৯-০৩-২০২৩ ২৩:২০

মানিকগঞ্জ সংবাদদাতা: মানিকগঞ্জের সিংগাইরে ব্যবসায়ী সাইফুল ইসলাম কমল হত্যা মামলায় শিমুল আহমেদ (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডও প্রদান করা হয়েছে।

আজ রোববার দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন। দণ্ডিত শিমুল আহমেদ ঢাকার ধামরাইয়ের ইশাননগর এলাকার মোস্তাফিজুর রহমানে ছেলে। তিনি জমি বেচাকেনার ব্যবসা করতেন।

অভিযোগপত্রে জানা যায়, জমি বেচাকেনা বিরোধের জেরে ২০১৪ সালের ১৬ই এপ্রিল ব্যাবসায়ী খন্দকার সাইফুল ইসলাম কমলকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে শিমুল আহমেদ। পরে ঘটনার চারদিন পর ২০শে এপ্রিল নিহতের বাবা বাদি হয়ে শিমুল আহমেদসহ ৬জনকে আসামী করে সিংগাইর থানায় অভিযোগ দায়ের করেন। 

মামলায় যুক্তি-তর্ক শেষে হত্যার সাথে জড়িত থাকায় শিমুল আহমেদকে যাবজ্জীবন কারাদন্ড একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মামলায় জড়িত না থাকায় বাকি আসামীদের খালাস দেয়া হয়েছে। 

 

lamia/sharif