বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ

প্রকাশিত: ১৯-০৩-২০২৩ ১৭:৪৯

আপডেট: ১৯-০৩-২০২৩ ১৮:০১

কক্সবাজার সংবাদদাতা: বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। এতে করে সহস্রাধিক পর্যটক সেন্টমার্টিনে আকটা পড়েছে বলে জানা গেছে। আজ (রোববার) সকাল থেকে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান। 

তিনি জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে অনির্দিষ্টকালের জন্য জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ফের চালু হবে জাহাজ।

ট্যুরিস্ট পুলিশ টেকনাফ জোনের ইনচার্জ মনিরুল ইসলাম জানিয়েছেন, গত শনিবার সেন্টমার্টিন ভ্রমণে যাওয়া সহস্রাধিক পর্যটক আটকা পড়েছে। তারা কিভাবে কক্সবাজার ফিরবেন সে বিষয়ে কিছুই জানাতে পারেননি তিনি।

FR/sharif