তিস্তায় ভারতের খাল খনন; দিল্লিকে ঢাকার চিঠি

প্রকাশিত: ১৯-০৩-২০২৩ ১৭:৫০

আপডেট: ১৯-০৩-২০২৩ ১৭:৫০

নিজস্ব প্রতিবেদক: তিস্তা নদীর পাড়ে ভারতের আরও দু'টি খাল খননের বিষয়ে নয়াদিল্লির কাছে নোট ভারবালের (কূটনৈতিক পত্র) মাধ্যমে জানতে চেয়েছে বাংলাদেশ। আজ (রোববার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এতথ্য জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

এসময় তিনি বলেন, 'পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা নোট ভারবালের মাধ্যমে তথ্য জানতে চেয়েছি। এ বিষয়ে পানিসম্পদ মন্ত্রণালয় চিঠি পাঠিয়েছে কিনা আমি জানি না। আমরা নোট ভারবালের মাধ্যমে জানতে চেয়েছি'।

নোট ভারবালে ঢাকার পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে কিনা এমন প্রশ্নে মাসুদ বিন মোমেন বলেন, 'এটা হয়তো তাদের অনেক দিন আগেরই প্ল্যান। তবে এখনও কিছুতো হয়নি'।

সম্প্রতি ভারতের ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, তিস্তা ব্যারেজ প্রকল্পের আওতায় আরও দু'টি খাল খননের জন্য ভারতের পশ্চিমবঙ্গের সেচ বিভাগ প্রায় এক হাজার একর পরিমাণ জমির মালিকানা পেয়েছে। খাল দু'টি খনন করা হলে বাংলাদেশ অংশে তিস্তার পানি আসা আরও কমে যাবে।

rocky/sharif