নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যতই চক্রান্ত ও ষড়যন্ত্র করা হোক না কেন, দেশের মানুষের ভাগ্য নিয়ে কাউকে আর ছিনিমিনি খেলতে দেয়া হবে না। বোমাবাজ, দুর্নীতিবাজ, খুনি, সন্ত্রাসী এতিমের টাকা চোররা আর কখনো ক্ষমতায় আসতে পারবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আজ (রোববার) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্য রাখেন আওয়ামী লীগের ঢাকা মহানগর শাখা ও কেন্দ্রীয় নেতারা।
সভাপতির বক্তব্যে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে। আর বিএনপি জামাত যখনই ক্ষমতায় আসে দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে। এরা ক্ষমতায় গিয়ে খুন সন্ত্রাস আর লুটপাট ছাড়া দেশের মানুষকে কিছুই দিতে পারে না।
বিএনপি জাতিকে ভিক্ষুকের জাতিতে পরিণত করার চক্রান্ত করেছিলো। তাই দেশের উন্নয়ন তাদের ভালো লাগে না বলেও জানান প্রধানমন্ত্রী। জনগণের মঙ্গলের জন্য যা করা প্রয়োজন সরকার তাই করবে উলেখ করে প্রধানমন্ত্রী বলেন, যারা মিথ্যা বলে দেশের মানুষকে বিভ্রান্ত করতে চায় এদেশের মানুষ তাদের কখনই মেনে নেবে না।
রোজার সময় কেউ যেন খাদ্য মজুদ করে মানুষের দুর্ভোগ না বাড়ায় সেদিকে সজাগ দৃষ্টি রাখার কথাও বলেন প্রধানমন্ত্রী।
BRS/sharif