অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না ভারত

প্রকাশিত: ১৯-০৩-২০২৩ ১৯:১৫

আপডেট: ১৯-০৩-২০২৩ ১৯:১৫

ক্রীড়া ডেস্ক: তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পায়নি স্বাগতিক ভারত। হেরেছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে। বিশাখাপত্তনামে আজ (রোববার) আগে ব্যাট করতে নেমে মিচেল স্টার্কের বোলিং তোপে মাত্র ১১৭ রানে অলআউট হয় ভারত। জবাবে ব্যাটে নেমে ৩৯ ওভার আর ১০ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় অজিরা।

সিরিজের প্রথম ম্যাচে জয়ে ফুরফুরে মেজাজে থাকা ভারত আজ শুরুতেই মিচেল স্টার্কের তোপে পড়ে। প্রথম ওভারেই স্টার্কের লেনথ বল লাবুশানের হাতে তুলে দিয়ে শূন্য রানে ফেরেন শুবমান গিল।

এরপর পঞ্চম ওভারে ১৩ রান করা রোহিত শর্মাকে নিজের দ্বিতীয় শিকার বানান স্টার্ক। দলীয় ৩২ রানের মাথায় সুরিয়াকুমারকে ফেলেন লেগ বিফোরের ফাঁদে। ৪৮ রানের মাথায় এই পেসার ফেরান লোকেশ রাহুলকেও। দশম ওভারের দ্বিতীয় বলে পঞ্চম সাফল্য এনে দেন শন অ্যাবট।

দলীয় ৭১ রানের মাথায় নাথান এলিস শিকার করেন সর্বোচ্চ ৩১ রান করা বিরাট কোহলিকে। এরপর অক্ষর প্যাটেলের ২৯ রানে শতরান পার হয় ভারত। তবে বেশিদূর যেতে পারেনি। ২৬ ওভারে অলআউট হয় ১১৭ রানে। মিচেল স্টার্ক ৫৩ রানের বিনিময়ে ৫ উইকেট ও শন অ্যাবট নেন ৩ উইকেট।

জবাবে ব্যাটে নেমে ভারতীয় বোলারদের ওপর তাণ্ডব চালান দুই অজি ওপেনার ট্রাভিস হেড ও মিচেল মার্শ। এই দু'জন মাত্র মাত্র ৬৬ বল খেলে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। ট্রাভিস হেড ৩০ বলে ৫১ আর মিচেল মার্শ ৩৬ বলে করেন ৬৬ রান। এই জয়ে তিন ম্যাচ সিরিজ ১-১ সমতায় আছে। শেষ ম্যাচ যারা জিতবে তারাই শিরোপা পাবে।

rocky/sharif