ক্রীড়া ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ান লিগে (আইপিএল) খেলার অনুমতি চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান ও উইকেটকিপার লিটন দাস। গণমাধ্যমকে একথা জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি জানান, সাকিব ও লিটন জাতীয় দল থেকে ছুটি চেয়েছে। তারা আইপিএলে খেলতে আগ্রহী। এ ব্যাপারে এখনো আমরা সিদ্ধান্ত দিইনি। আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এবারের আইপিএল শুরু হবে ৩১শে মার্চ। আর আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে চৌঠা এপ্রিল মিরপুরে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও সাকিব-লিটন টেস্ট থেকে ছুটি চেয়েছেন।
এই আসরে সাকিব ও লিটনকে কলকাতা এবং মুস্তাফিজকে দলে রেখেছে দিল্লি ক্যাপিটালস। তবে তিন তারকার ‘আইপিএল’ ভাগ্য ঝুলছে বিসিবির অনুমতির ওপর।
rocky/sharif