মাদারীপুর সংবাদদাতা: মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে থেকে যাত্রীবাহী বাস নিচে পড়ে নিহতদের মধ্যে ১৬ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়া নিহত প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে দেয়া হয়েছে।
খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাসটি আজ (রোববার) সকালে পদ্মা সেতুর সংযোগকারী এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় দুমড়ে-মুচড়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ১৪ জন যাত্রী। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরো পাঁচজনের।
নিহতদের মধ্যে ৮ জনের বাড়ি গোপালগঞ্জে। এছাড়া খুলনার ৪ জন, ফরিদপুরের ২ জন এবং বাগেরহাট, নড়াইল, সাতক্ষীরা ও ব্রাহ্মণবাড়িয়ার একজন করে রয়েছেন। বাকী একজনের পরিচয় এখনো জানা যায়নি।
নিহতদের মধ্যে ১৬ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে দেয়া হয়েছে।
মাদারীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম জানান, দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে বেপরোয়া গতি ও সামনের একটি চাকা ফেটে যাওয়ার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনায় আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
lamia/sharif