নিজস্ব প্রতিবেদক: প্রতিষ্ঠার ১৩ বছর পার করে ১৪ বছরে পদার্পন করেছে দেশের অন্যতম জনপ্রিয় দৈনিক পত্রিকা ‘বাংলাদেশ প্রতিদিন’। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে বসেছিলো মিলনমেলা। এতে অংশ নিয়েছিলেন বিভিন্ন অঙ্গনের মানুষ। আগত অতিথিদের কাছ থেকে শুভেচ্ছা গ্রহণ করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবাহান আনভীর। অতিথিরা বলেন, ‘বাংলাদেশ প্রতিদিন’ গণমানুষের পত্রিকায় পরিণত হয়েছে।
সকলের কাছে গ্রহণযোগ্য সংবাদ উপস্থাপনের লক্ষ্য নিয়ে ২০১০ সালের ১৫ই মার্চ যাত্রা শুরু করে দৈনিক পত্রিকা ‘বাংলাদেশ প্রতিদিন।’ খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠা এই সংবাদপত্রের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে আয়োজন করা হয়েছিলো আনন্দ উৎসবের।
উৎসবে আমন্ত্রিত অতিথিদের মধ্যে সাংবাদিকরা যেমন ছিলেন, তেমনি রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক ও সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বরা আসেন। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবাহান আনভীর তাদের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন। বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিরা বলেন, ‘বাংলাদেশ প্রতিদিন’ প্রত্রিকাটি জনপ্রিয়তা অর্জন করেছে সত্য সংবাদ প্রকাশ করে।
বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও সহযোগী দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন জানান, ‘পাঠকের কাছে সত্য ঘটনা তুলে ধরতে অঙ্গিকারবদ্ধ তারা। আমন্ত্রিত অতিথিরা বলেন, অল্প কথায় পুরো বিষয়টি ভালোভাবে তুলে ধরে বাংলাদেশ প্রতিদিন। ভবিষ্যতে এই ধারাবাহিকতা বজায় রাখবে বলেও আশা প্রকাশ করেন তারা।
LGR/sharif