ক্রীড়া ডেস্ক: ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে ফতুল্লায় বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শাইনপুকুরকে ১১ রানে হারিয়েছে আবাহনী। বৃষ্টির কারণে ৫০ ওভারের খেলা নেমে আসে ৩৩ ওভারে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে শাইনপুকুর।
সাহাদাত হোসেন রিপন সর্বাধিক ৩৬ রান করেন ২৪ বলে। দুই ওপেনার অভিষেক মিত্রর ব্যাট থেকে আসে ত্রিশের ঘরের একজোড়া ইনিংস। সমান দু'টি করে বাউন্ডারি ও ছক্কায় ২৯ বলে ৩৩ রান করেন অভিষেক মিত্র। আর অপর ওপেনার খালেদ হাসান করেন ৫১ বলে ৩৫ রান। এছাড়া লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব করেন ৩১ বলে ২৬ রান।
আবাহনীর বোলারদের মধ্যে বাঁ-হাতি স্পিনার তানভির ইসলাম সবচেয়ে নিয়ন্ত্রিত বোলিং করেন। ৬ ওভারে ২৭ রানে ৩ উইকেট দখল করেন তানভির।
জবাবে ব্যাট করতে নামলে ২১ ওভারে এক উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে আবাহনী। এরপর বৃষ্টি নামলে ডাক ওয়ার্থ ও লুইস পদ্বতিতে ১১ রানে জয় পায় ঢাকা আবাহনী। এনামুল হক বিজয় ৬৪ বলে ৪ ছক্কা ও এক বাউন্ডারিতে ৫৪ রানে নটআউট ছিলেন। আর অপর ওপেনার নাইম শেখ ৪৮ বলে ৪৩ রানে আউট হন।
তিন নম্বরে নেমে মাহমুদুল হাসান জয় ১৬ বলে ১৩ রানে অপরাজিত থেকে বিজয়ের সাথে দল জিতিয়ে সাজঘরে ফেরেন। বৃষ্টির কারণে মিরপুরে মোহামেডান ও রুপগঞ্জ এবং বিকেএসপিতে গাজী গ্রুপ ও ঢাকা লেপার্ডসের ম্যাচ পরিত্যাক্ত হয়েছে।
Saju/sharif