নিজস্ব প্রতিবেদক: শক্ত ভীতের উপর প্রতিষ্ঠিত করতে রাষ্ট্র ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। আজ (রোববার) জাতীয় প্রেসক্লাবে ‘দৈনিক দেশ বর্তমান পত্রিকার’ আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, 'দেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারছে। অনেক উন্নত দেশের গণমাধ্যমও বাংলাদেশের মত এতটা স্বাধীনতা পায় না। কিন্তু এরপরও গণমাধ্যমে দেশের উন্নয়নের প্রশংসা করা হয় না বলে ক্ষোভ প্রকাশ করেন হাছান মাহমুদ।
এসময় ব্যর্থতার সংবাদের পাশাপাশি সফলতার সংবাদও বেশি বেশি প্রচার করার আহ্বান জানান তথ্যমন্ত্রী।
Nijhum/sharif