সৌদিতে ১৬ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার

প্রকাশিত: ১৯-০৩-২০২৩ ২২:০১

আপডেট: ১৯-০৩-২০২৩ ২২:০১

আন্তর্জাতিক ডেস্ক: অবৈধ অভিবাসীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছে সৌদি আরবের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে গত এক সপ্তাহে ১৬ হাজার ৪৭১ জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সময় গতকাল (শনিবার) রাতে আরব নিউজের প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সৌদি কর্তৃপক্ষ অবৈধ বসবাস, শ্রম ও সীমান্ত নিরাপত্তা নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। ৯ থেকে ১৫ই মার্চের মধ্যে সৌদিজুড়ে অভিযানে ১৬ হাজার ৪৭১ জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়। সৌদি নিরাপত্তা বাহিনীর বিভিন্ন ইউনিট এই অভিযানে অংশ নেয়।

প্রতিবেদনে আরও বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে আবাসিক নিয়ম ভঙ্গ করেছে ৯ হাজার ২৫ জন, সীমান্ত নিরাপত্তা নিয়ম ভেঙেছে ৫ হাজার ১০৫ জন এবং শ্রম আইনের লঙ্ঘন করেছে ২ হাজার ৩৪১ জন।

এছাড়া সৌদি আরবে প্রবেশের সময় সীমান্ত এলাকায় আরও এক হাজার ১৮৪ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ৪২ শতাংশ ইয়েমেনি, ৫৬ শতাংশ ইথিওপিয়ান ও দুই শতাংশ অন্যান্য। ১২০ জনকে গ্রেফতার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে যাওয়ার সময়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যে কেউ পরিবহন এবং আশ্রয় প্রদানসহ সৌদিতে অবৈধ প্রবেশে সহায়তা করবে, তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, জরিমানা বা যানবাহন বাজেয়াপ্ত করা হতে পারে।

rocky/sharif