নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে শ্রমিক সুমন হত্যার ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। আজ (রোববার) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশের কক্ষে সংবাদ সম্মেলনে এতথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমীর খসরু।
এসময় তিনি জানান, গত ১৪ই মার্চ সকালে বাসা থেকে নিজ কর্মস্থলে যাওয়ার পথে সুমনের গতিরোধ করে ৪ ছিনতাইকারী। এসময় তার সঙ্গে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে মোবাইল ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ফতুল্লার চর কাশীপুর এলাকা থেকে তিন আসামিকে আটক করে। অপর এক আসামি পলাতক রয়েছে। আটককৃতদের মধ্যে দুই জন নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে বলেও জানান তিনি।
sanjida/sharif