'শেখ হাসিনার জন্য বাংলাদেশের পুনর্জন্ম'

প্রকাশিত: ১৯-০৩-২০২৩ ২২:৪৩

আপডেট: ১৯-০৩-২০২৩ ২২:৪৩

নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত এবং ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়েছেন। শেখ হাসিনা মানে উন্নত বাংলাদেশ। শেখ হাসিনার জন্য বাংলাদেশের পুনর্জন্ম হয়েছে'। আজ (রোববার) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, ‘জীবনটা একটা যুদ্ধ। তোমরা যদি মনে কর কোনো রকম কিছু একটা করে ফেলবা, তবে তোমরা ভুল করছো। আমি বলছি না তোমাদের প্রথম হতে হবে। আমি বলছি তোমাদের ভাল মানুষ হতে হবে, সোনার মানুষ হতে হবে। সোনার বাংলাদেশ গড়তে হলে সোনার মানুষ চাই। নামাজ রোজা হজ¦ যাকাত করলে হয় না, মানুষের দোয়া লাগে। শিক্ষার্থীরা মানুষের দোয়া নাও। আমার শুধু একটা দোয়া চাই, মানুষের জন্য যাতে কাজ করতে পারি। আর মৃত্যুর সময় যাতে ভয় না পাই'।

এসময় নিজ এলাকা ফতুল্লাবাসীর প্রতি আহ্বান জানিয়ে শামীম ওসমান বলেন, ‘আমাদের সমস্যা আমাদেরকে সমাধান করতে হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যু ও ইভটিজিংমুক্ত সমাজ গড়তে পঞ্চায়েত কমিটি করতে হবে। পুলিশ দিয়ে সকল সমস্যার সমাধান হবে না'।

নারায়ণগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে এসময় জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত ফেরদৌস, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খান কাজল ও উপজেলা ভাইস চেয়ানম্যান ফাতেমা মনির প্রমুখ উপস্থিত ছিলেন।

Mustafiz/sharif