ভারতে পাচার ২ কিশোরী উদ্ধার

প্রকাশিত: ১৯-০৩-২০২৩ ২২:৫০

আপডেট: ১৯-০৩-২০২৩ ২২:৫০

নারায়ণগঞ্জ সংবাদদাতা: ভারতে পাচারের দুই মাস পালিয়ে বাংলাদেশে আসা নারায়ণগঞ্জের দুই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। আজ (রোববার) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমীর খসরু।

উদ্ধার হওয়া কিশোরীরা জানিয়েছে, গত পহেলা জানুয়ারি বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা থেকে নারী পাচারকারী চক্র ভালো বেতনে চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে নিয়ে যায়। পরদিন ঢাকার গুলিস্তানে নিয়ে একটি হোটেলে রাখে। তেসরা জানুয়ারি বাসযোগে যশোর নেওয়া হয়। সেখানে তাদের একজন অটোচালকের কাছে তুলে দেয়। অটোচালক তাদের ঝিনাইদহ জেলার মহেশপুর গোপালপুর বর্ডারের কাছে এক দালালের বাড়িতে নিয়ে যায়। 

তারা আরও জানায়, ওইদিন রাতে দালাল তাদের বর্ডার পার করে ভারতে নিয়ে যায়। সেখান থেকে তাদের ভারতের বাগদা বাজারে নিয়ে ৬ লাখ টাকায় বিক্রি করে দেয়। সম্প্রতি তারা কৌশলে পালিয়ে ঝিনাইদহের এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেয়। বিষয়টি তারা পরিবারকে ফোনে জানালে পুলিশ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার গোপালপুর থেকে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ নিয়ে আসে। 

পুলিশ সুপার জানান, পাচার মামলায় প্রধান আসামি নবী হোসেন মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। মামলার অপর আসামি জাকির পলাতক রয়েছে।

Mustafiz/sharif