হবিগঞ্জ সংবাদদাতা: সেচের অভাবে হবিগঞ্জের হাওরাঞ্চলে নষ্ট হচ্ছে বোরো ধানের জমি। বিবর্ণ হয়ে যাচ্ছে ধানের চারা। অনেক জমিতে চারা রোপন করাও যাচ্ছে না। কৃষকদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। তারা বলছেন, বিদ্যুতের লোডশেডিং এর কারণে ঠিকমতো সেচ দেয়া যাচ্ছে না। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, সমস্যা সমাধানে শিগগিরই পদক্ষেপ নেয়া হবে।
হবিগঞ্জ জেলার বানিয়াচং, আজমিরীগঞ্জ, লাখাই, মাধবপুর, নবীগঞ্জ ও বাহুবল উপজেলার বিস্তীর্ণ এলাকা হাওরবেষ্টিত। এসব এলাকার অধিকাংশ পরিবারই কৃষির ওপর নিভর্রশীল।
এ বছর জেলায় বোরো আবাদ হয়েছে ১ লাখ ২২ হাজার ৫৭৫ হেক্টর জমিতে। যদিও আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো ১ লাখ ২২ হাজার ৪১০ হেক্টর। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও সেচের সংকট দেখা দিয়েছে হাওরে। নষ্ট হচ্ছে বানিয়াচং উপজেলার হাওরাঞ্চলের কয়েকশ একর জমি। এরই মধ্যে ধানের চারাগুলো লালচে হয়ে গেছে। জমিতে পানি না থাকায় মাটি নরম হচ্ছে না। ফলে ধানের চারাও রোপন করতে পারছেন না কৃষকরা। সেচের অভাবের জন্য তারা দায়ি করছেন ঠিকমতো বিদ্যুৎ না পাওয়াকে।
সমস্যা সমাধানে উদ্যোগ নেয়ার কথা জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নূরে আলম সিদ্দিকী।
শিগগিরই সেচ সংকটের সমাধান হবে, সংকামুক্ত হবে বোরো ধানের আবাদ, এমনটাই প্রত্যাশা কৃষকদের।
AR/Bodiar