কোভিড পরবর্তী জটিলতা পুরুষদের তুলনায় নারীদের বেশি

প্রকাশিত: ২১-০৩-২০২৩ ১২:৫৫

আপডেট: ২১-০৩-২০২৩ ১২:৫৫

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা পরবর্তীতে ডায়াবেটিস, শ্বাসকষ্ট এবং হৃদযন্ত্রে জটিলতার উচ্চঝুঁকিতে আছেন বলে এক গবেষণায় উঠে এসেছে। একইসঙ্গে উচ্চ রক্তচাপ, দ্রুত হৃদকম্পন ও পা ফুলে যাওয়ার মতো জটিল সমস্যাগুলো পুরুষদের চেয়ে মহিলাদের মধ্যে বেশি বলেও জানা গেছে।

আজ মঙ্গলবার (২১ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের ডি ব্লকের অডিটোরিয়ামে আয়োজিত ‘লং টার্ম সিকুয়েল অব কোভিড-১৯: অ্যা লংগিটুডিনাল ফলো-আপ স্টাডি ইন ঢাকা, বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এই গবেষণা ফলাফল প্রকাশ করা হয়। 

গবেষণা ফলাফল থেকে জানা যায়, ২০২০ সালের ১৫ই ডিসেম্বর থেকে ২০২১ সালের ৩০শে অক্টোবরের মধ্যে ঢাকায় অবস্থিত করোনা ডেডিকেটেড দুইটি হাসপাতালে চিকিৎসা নেওয়া ১৮ বছরের বেশি বয়সী করোনা আক্রান্ত (আরটি-পিসিআর দ্বারা শনাক্ত) ৩৬২ জন ব্যক্তিকে এই গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়। অংশগ্রহণকারীদের কোভিড-পরবর্তী জটিলতা নির্ণয় করার জন্য সুস্থ হওয়ার এক মাস, তিন মাস এবং পাঁচ মাস পর ফলো-আপ করা হয়। তাদের স্নায়বিক, হৃদযন্ত্র, শ্বাসযন্ত্র এবং মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলো এই গবেষণায় অন্তর্ভুক্ত ছিল।

গবেষণায় দেখা যায়, সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের মধ্যে ৪০ বছরের কম বয়সীদের তুলনায় ৬০ বছরের বেশি বয়সীরা কার্ডিওভাসকুলার বা হৃদযন্ত্রের জটিলতা (উচ্চ রক্তচাপ, দ্রুত হৃদকম্পন, বা পা ফুলে যাওয়া) এবং স্নায়বিক (পেরিফেরাল নিউরোপ্যাথি বা হাত ও পায়ে অসাড়তা, ঝিম ঝিম করা বা ব্যথা, স্বাদ ও গন্ধের অস্বাভাবিকতা) জটিলতাইয় আক্রান্ত হওয়ার সম্ভাবনা দ্বিগুণ। এই রোগের দীর্ঘমেয়াদী প্রভাবগুলোও নারী-পুরুষভেদে ভিন্ন। পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে কোভিড-পরবর্তী জটিলতার প্রকোপ দেড় থেকে চার গুন পর্যন্ত বেশি দেখা গেছে। হাসপাতালে ভর্তি হওয়া এবং নিবিড় পরিচর্যার প্রয়োজন হয়েছিল এমন রোগীদের মধ্যে দীর্ঘমেয়াদী জটিলতার সম্ভাবনা, হাসপাতালে ভর্তি না হওয়া রোগীদের তুলনায় দুই থেকে তিন গুণ বেশি পাওয়া গেছে।

গবেষণার এই ফলাফল করোনা থেকে সেরে ওঠা ব্যক্তিদের ফলোআপ এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণের প্রয়োজনীয়তার নির্দেশ করে। উচ্চঝুঁকির কারণে বয়স্ক এবং হাসপাতালে ভর্তিকৃত রোগীদের হৃদরোগ সংক্রান্ত জটিলতার জন্য নিয়মিত পর্যবেক্ষণ করা উচিত বলে সেখানে মত দেওয়া হয়।

 

LGR/shimul