নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় বাজেট উচ্চাকাঙ্খী হওয়ার সুযোগ নেই। মূল্যস্ফীতির চাপ সামাল দেয়াই হবে বাজেটের মূল লক্ষ্য। এমনটাই জানালেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।
আজ বুধবার (২২ শে মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্র্রি, ডিসিসিআই আয়োজিত প্রাক বাজেট আলোচনায় এ কথা জানান তিনি।
বাজেটে ঘাটতি যেন বেশি না হয় সে বিষয়ে লক্ষ্য রাখা হচ্ছে। তবে এসব করতে গিয়ে যেন জিডিপি প্রবৃদ্ধি কমে না যায় সেটাও সর্তকতার সঙ্গে বিবেচনায় নেয়া হচ্ছে আগামী বাজেটে।
শিল্পায়নে সরকার নানাভাবে প্রণোদনা ও কর ছাড় দিয়ে আসছে। আগামীতেও বিবেচনায় রাখবে বলে আশ্বস্ত করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী।
Tanzila/Bodiar