গোলাম মোর্শেদ : বিএনপি জোটের যুগপৎ আন্দোলনে ছন্দপতন ঘটেছে বলে মনে করেন জোটের শরিক দলের নেতারা। তাদের মতে, আন্দোলনের চূড়ান্ত রূপরেখা নিয়ে দোটানায় রয়েছে বিএনপি। তবে বিএনপির নীতি-নির্ধারণী নেতারা বলছেন, সরকার পতনের আন্দোলনকে ধাপে ধাপে চূড়ান্ত রূপ দিতে চান তারা। ঈদের পর আগামী জুন-জুলাই মাসকে টার্গেট করে চূড়ান্ত পরিকল্পনা সাজাচ্ছেন বিএনপির নীতি-নির্ধারকরা।
গেলো সাত মাসে সারাদেশে বিভাগীয় সমাবেশ, গণমিছিল, অবস্থান কর্মসূচির পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা করেছে বিএনপি। এসব কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি বাড়লেও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি বরাবরে মতই নাকচ করে দিয়েছে সরকারি দল আওয়ামী লীগ। বিএনপি’র যুগপৎ আন্দোলনে থাকা শরিক দলগুলোর শীর্ষ নেতারা বলছেন, ১০ই ডিসেম্বরের আগ পর্যন্ত আন্দোলনের যে ঢেউ উঠেছিল তাতে খানিকটা ভাটা পড়েছে।
বিএনপির সিনিয়র নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ নেতারা বলছেন, এবার তাদের পক্ষে জনমত বৃদ্ধি পেয়েছে। তাই আন্দোলনের ফসল ঘরে তুলতে কর্মকৌশল চূড়ান্ত করতে চলছে চুলচেরা বিশ্লেষণ। পরিস্থিতি বুঝে সর্বাত্মক কর্মসূচি দেয়ার পরিকল্পনা করা হচ্ছে।
তবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অনড় অবস্থানের কারণে দাবি আদায়ে সংঘাতের আশংকা করছেন বিরোধী জোটের মাহমুদুর রহমান মান্না, সৈয়দ মুহাম্মদ ইব্রাহিমসহ অন্যান্য নেতারা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের বাকি এক বছরেরও কম সময়। তার আগে আন্দোলনে কতটা সফল হবে এবার বিএনপি জোট তা সময়-ই বলে দেবে।
GM/sharif