অস্ত্রোপচারের সময় রোগীর কিডনি চুরির অভিযোগ

প্রকাশিত: ২৪-০৩-২০২৩ ০৮:৩৮

আপডেট: ২৪-০৩-২০২৩ ১৪:৪২

সিলেট সংবাদদাতা: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর শরীরে অস্ত্রোপচারের সময় একটি কিডনি অপসারণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী জানিয়েছেন, হাতের হাড় ভেঙ্গে যাওয়ায় ওই হাসপাতালে চিকিৎসা নিতে গেলে অপারেশন শেষে হাতের পাশাপাশি বাম দিকের কিডনির পাশে অস্ত্রোপচারের চিহ্ন দেখতে পান। পরে আলট্রাসনোগ্রাম করে নিশ্চিত হন সেখানকার কিডনিটি নেই। সেই ঘটনায় এই মাসে মামলা করেছেন ভুক্তভোগী ব্যক্তি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, কিডনি অপসারণ করা হয়নি। ঘটনা তদন্তে তারা একটি কমিটিও গঠন করেছে। 

৫৫ বছর বয়সী খসরু মিয়া একজন দিনমজুর। তিনি সিলেট জেলার কানাইঘাট উপজেলার বাসিন্দা। গাছ থেকে পড়ে বাঁ-হাতের কনুইয়ের হাড় ভেঙে গেলে গত বছরের নভেম্বরে চিকিৎসা নিতে যান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। হাড় ভাঙার অপারেশন শেষে তিনি বাঁ হাতের পাশাপাশি বাঁ দিকের কিডনির পাশেও অস্ত্রোপচারের চিহ্ন দেখতে পান। এ সময় খসরু মিয়ার স্বজনরা বিষয়টি জানতে চাইলে চিকিৎসকরা কোনো সদুত্তর দিতে পারেননি। 

এ ঘটনায় সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী খসরু মিয়া। আদালতের নির্দেশে গত তেসরা মার্চ মামলা রেকর্ড করে পুলিশ। নিজের হারানো কিডনি ফেরত এবং ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তিনি।  

বাদীপক্ষের আইনজীবী আমিনুল হক খান জানান, ভুক্তভোগীর কাগজপত্র দেখে ম্যাজিস্ট্রেটের কাছে মামলা দায়ের করেন তিনি, পরে আদালতও সব কিছু পরীক্ষানীরিক্ষা করে ঘটনান সত্যতা পেয়ে মামলাটি আমলে নেন।

তবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সৌমিত্র চক্রবর্তী জানান, কিডনি অপসারণ করা হয়নি। কোমরে অস্ত্রপচার করে সেখান থেকে হাড় নিয়ে রোগীর হাতে প্রতিস্থাপন করা হয়েছে। তবে এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে মামলার তদন্ত চলছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ উপ-কমিশনার আজবাহার আলী শেখ। রোগীর শরীর থেকে কিডনি গায়েবের ঘটনার প্রকৃত রহস্য দ্রুত উদঘাটনের দাবি সংশ্লিষ্টদের।

lamia/sharif