নিজস্ব প্রতিবেদক: বন্দরনগরী চট্টগ্রামের পাঁচলাইশ, চান্দগাঁও, মোহরা, ষোলশহর ও বোয়ালখালী উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ।
আজ (শনিবার) দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে এতথ্য জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৈঠকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগ সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য আমির হোসেন আমু, কাজী জাফরুল্লাহ চৌধুরী, আবুল হাসনাত আবদুল্লাহ, ডা. দীপু মনি, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ অনেকেই।
গত ৫ই ফেব্রুয়ারি সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে চট্টগ্রাম-৮ সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়। এর আগের সংসদ সদস্য মইন উদ্দিন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য হলে ২০২০ সালের ১৩ই জানুয়ারির উপ-নির্বাচনে মোছলেম উদ্দিন সংসদ সদস্য নির্বাচিত হন।
এই আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে মনোনয়নপত্রের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম গত সোমবার থেকে বুধবার পর্যন্ত অনুষ্ঠিত হয়। এ সময় মোট ২৫ জন আবেদন জমা দেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২৭শে এপ্রিল এই আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
afroza/sharif