‘বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে’

প্রকাশিত: ২৬-০৩-২০২৩ ১০:৪১

আপডেট: ২৬-০৩-২০২৩ ১৬:২৭

নিজস্ব প্রতিবেদক : ২৫শে মার্চ গণহত্যা দিবসকে আন্তর্জাতিভাবে পালনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। আজ রোববার (২৬শে মার্চ) সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো দেশে এসব কথা বলেন তিনি। 

বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনি ও যুদ্ধাপরাধীদের ফিরিয়ে আনার প্রক্রিয়াও চলছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ২৫শে মার্চ রাতে ছয় ঘণ্টার মধ্যে কয়েক হাজার বাঙালিকে হত্যা করা হয়েছিল। সেদিন রাতেই বারোটা এক মিনিটে বঙ্গবন্ধু সেই ঘোষণাটি আসলো, তখন থেকেই স্বাধীনতা ঘোষণা হয়। 

এখন স্বাধীনতা ও বিজয় উদযাপনের পাশাপাশি সারা বিশ্বের কাছে আজকে গণহত্যা দিবস হিসেবে পরিচিতি লাভের জন্য চেষ্টা করছে সরকার। একইসঙ্গে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনতে কাজ চলছে বলেও জানান, স্বরাষ্ট্রমন্ত্রী। খুব শিগগিরই তাদের দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ সাজার আওতায় আনার কথা জানান আসাদুজ্জামান খান কামাল। 

পরে পুলিশ অফিসার মেসে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন পুলিশ পরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে জানতে এই কর্নার তৈরি। এই কর্নারের মাধ্যমে পুলিশ সদস্যদের পরিবার বাংলাদেশের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

Sumyia/Bodiar