কাল চট্টগ্রামে শুরু টি-টোয়েন্টি সিরিজ

প্রকাশিত: ২৬-০৩-২০২৩ ১১:৫৫

আপডেট: ২৬-০৩-২০২৩ ১৬:৪৮

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ শুরু হচ্ছে আগামীকাল থেকে। বন্দরনগরী চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে মুখোমুখি হবে দু’দল। একদিনের ক্রিকেট সিরিজের সাফল্য টি-টোয়েন্টিতেও ধরে রাখার লক্ষ্য টিম বাংলাদেশের। অন্যদিকে, আয়ারল্যান্ডের লক্ষ্য ওয়ানডে সিরিজের ব্যর্থতা কাটিয়ে টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানো। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টি- টোয়েন্টি ক্রিকেট খেলাটি শুরু হবে সোমবার দুপুর ২টায়। 

আন্তর্জাতিক টি- টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ ও আয়ারল্যান্ড এই পর্যন্ত মোট ৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে তিনটিতে, আর আয়ারল্যান্ড জিতেছে একটি খেলায়। বাকি একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। 

আয়ারল্যান্ডের বিপক্ষে একদিনের ক্রিকেট সিরিজ জয়ে বাংলাদেশ দল দারুণ উজ্জীবিত। সিলেটে ওয়ানডে সিরিজ শেষে এখন বন্দর নগরী চট্টগ্রামে হবে তিন ম্যাচের টি- টোয়েন্টি সিরিজ। এই সংস্করণের ক্রিকেট সিরিজ সামনে রেখে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। যদিও খেলার আগের দিন অধিনায়ক সাকিব আল হাসান ও লিটন দাস অনুশীলন করেননি। তবে বাকি ক্রিকেটাররা নিজেদের তৈরী করেছেন। টি- টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে আয়ারল্যান্ডের অবস্থান ১২ আর বাংলাদেশ রয়েছে নবম স্থানে। ওয়ানডে সিরিজের মতো আধিপত্য এবং দাপট টি- টোয়েন্টিতেও ধরে রাখার লক্ষ্য টিম বাংলাদেশের। 

অন্যদিকে, শক্তি এবং অভিজ্ঞতার বিচারে বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকা আয়ারল্যান্ডও চায় টি- টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে। ওয়ানডে সিরিজের ভুল ত্র“টি শুধরে নতুন উদ্যামে টি- টোয়েন্টি শুরুর লক্ষ্য আইরিশদের। তবে তারা জানে ঘরের মাঠে বাংলাদেশ যে কোন ফরম্যাটে শক্তিশালী প্রতিপক্ষ। 

বাংলাদেশ দলে কোন ইনজুরি সমস্যা নেই। পিচ দেখেই স্বাগতিকরা একাদশ ঠিক করবে বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট।

Saju/Bodiar