ওমরাহ করতে গিয়ে দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

প্রকাশিত: ২৬-০৩-২০২৩ ১৬:৩৮

আপডেট: ২৬-০৩-২০২৩ ১৬:৩৮

বরগুনা সংবাদদাতা: সৌদি আরবের মক্কায় ওমরাহ হজ পালন করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। বাংলাদেশ সময় গতকাল (শনিবার) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের বাসিন্দা মোতাহার জোমাদ্দারের ছেলে সাগর জোমাদ্দার (২৩) ও তার দুলাভাই পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ছৈলাবুনিয়া এলাকার বাসিন্দা মৃত আজিজ মৃধার ছেলে মোজাম্মেল হোসাইন (৪৫)। সম্পর্কে তারা শ্যালক-দুলাভাই।

নিহত সাগর জোমাদ্দারের বড় ভাই উজ্জ্বল জোমাদ্দার বলেন, সৌদি আরব প্রবাসী সাগর জোমাদ্দার ও মোজাম্মেল মৃধা গত বৃহস্পতিবার ওমরা হজের উদ্দেশে মক্কায় রওনা হন। ওমরা শেষ করে কর্মস্থলে ফেরার পথে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন তারা দুইজন।

এদিকে, পরিবারের দুই কর্মক্ষম ব্যক্তিকে হারিয়ে পাগলপ্রায় মামা-বাবা ও স্বজনরা। বাংলাদেশি ওই দুই নাগরিকের মরদেহ ফেরত পেতে তারা সরকারের সহযোগিতা চেয়েছেন।

rocky/sharif