ইউরো বাছাইপর্বে জয় পেয়েছে পর্তুগাল ও ইতালি

প্রকাশিত: ২৭-০৩-২০২৩ ০৭:৫৯

আপডেট: ২৭-০৩-২০২৩ ০৭:৫৯

ক্রীড়া ডেস্ক: ইউরো বাছাইপর্বের ম্যাচে লুক্সেমবার্গের বিপক্ষে ৬-০ গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। রোববার লুক্সেমবার্গের মাঠে ৬-০ গোলে জয় পেয়েছে তারা। এই ম্যাচে জোড়া গোল করেছেন দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।

হট ফেভারিট হিসেবে ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণে সক্রিয় হয় পর্তুগাল। প্রথম গোল আসতেও বেশি সময় লাগেনি। ম্যাচের ৯ মিনিটে দলকে এগিয়ে দেন আল নাসরের ফুটবলার রোনালদো। নুনো মেন্দেসের পাস থেকে গোল করেন পর্তুগিজ রাজা।

ম্যাচের ১৫ মিনিটে আবারও গোল পায় পর্তুগাল। এবার গোল করেন চেলসির ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স। ১৮ মিনিটে বার্নার্ডো সিলভা এবং ম্যাচের ৩১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। বিরতির আগে আরও গোল করার সুযোগ পেয়েছিলো পর্তুগাল।

বিরতির পর পর্তুগালের আক্রমণ কিছুটা কমে গেলেও গোলের চেষ্টা চালিয়ে যাচ্ছিল রোনালদো-ফেলিক্সরা। ম্যাচের ৬৫তম মিনিটে রোনালদোকে বসিয়ে দেন পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ। রোনালদোর বদলি হিসেবে নামেন গোঙ্কালো রামোস।

৭৭ মিনিটে আবারও গোল পায় পর্তুগাল। এবার গোল স্কোরার ওটাভিও। তার কিছুক্ষণ পর পেনাল্টি পায় পর্তুগাল। তবে এটি মিস করে পর্তুগাল। কিন্তু পেনাল্টি মিসের তিন মিনিট পরই গোল পান সেই রাফায়েল লিয়াও। শেষ পর্যন্ত লুক্সেমবার্গকে ৬-০ গোলে বিধ্বস্ত করে মাঠ ছাড়ে পর্তুগাল। ইউরো বাছাইয়ের প্রথম দুই ম্যাচ জিতে গ্র“প 'জে'র শীর্ষে রয়েছে রোনালদোর দল।

ইউরো বাছাইপর্বের আরেক ম্যাচে মাল্টার বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নিয়েছে ইতালি। বর্তমান ইউরো চ্যাম্পিয়ন ইতালির জয়ে গোল করেছেন মাতেও রেতেগুই এবং মাতেও পেসিনা। আর দুটি গোলেই সহায়তা করেছেন সান্দ্রো টোনালি।

 

Prottay/Bodiar