ফেনী সংবাদদাতা: দীর্ঘদিন ধরে লোকবল সংকটে ভুগছে চট্টগ্রামের মিরসরাইয়ের ভূমি অফিস। এতে যেমন ভূমি জরিপ ও খাজনা আদায়সহ অফিসের যাবতীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে। ভোগান্তি পোহাচ্ছে সেবা নিতে আসা গ্রাহকরা। সমস্যা নিরসনে জরুরিভিত্তিতে জনবল নিয়োগের দাবি তুলেছেন তারা।
চট্টগ্রামের মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চল ও শিল্পজোনকে কেন্দ্র করে উপজেলাজুড়ে বেড়েছে ভূমি সংক্রান্ত কার্যক্রম। কিন্তু দীর্ঘদিন ধরে লোকবল সংকটে ভুগছে এখানকার ভূমি অফিস। ৬৪টি পদের বিপরীতে জনবল রয়েছে ৪৫জন। ইউনিয়ন ভূমি সহকারী পদে ৮জনের বিপরীতে আছে মাত্র ২জন। উপ-সহকারীর ১৬টি পদ থাকলেও আছে মাত্র ৯জন। অফিস সহায়ক পদেও লোকবল সংকট রয়েছে।
প্রয়োজনের তুলনায় জনবল কম থাকায় ভূমি অফিসের বিভিন্ন কার্যক্রমও ব্যাহত হয়। এতে ভোগান্তি পোহাতে হয় সেবাগ্রহীতাদের। জরুরিভিত্তিতে জনবল বাড়িয়ে ভূমি অফিসের সেবার মান উন্নত করার দাবি জানিয়েছে তারা।
এদিকে, ভূমি অফিসে সার্ভেয়ারের পদ রয়েছে মাত্র একটি। এতে পুরো উপজেলার ভূমি সংক্রান্ত জটিলতার তদন্ত কার্যক্রম চালাতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা রেজিন।
এই লোকবল সংকটের কথা স্বীকার করেছেন উপজেলা সহকারী ভূমি কমিশনার মিজানুর রহমান। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি।
FR/Bodiar