ঝালকাঠি সংবাদদাতা: একটি সেতুর অভাবে ভোগান্তি পোহাচ্ছে ঝালকাঠির নলছিটি উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় দুই লাখ মানুষ। জেলা শহরে যাতায়াতে সুগন্ধা নদী পারাপারে তাদের একমাত্র ভরসা ‘নৌকা’। এতে প্রতিদিন অপচয় হচ্ছে কর্মঘণ্টা, গুণতে হচ্ছে বাড়তি টাকা। দুর্ভোগ নিরসনে নদীর উপর একটি সেতু নির্মাণের দাবি এ অঞ্চলের মানুষের।
ঝালকাঠি জেলা শহরের দক্ষিণ-পূর্বে সুগন্ধা নদীর ওপাড়েই নলছিটি উপজেলা ও সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন। নদীবেষ্টিত এই এলাকায় প্রায় ২ লাখ মানুষের বাস।
জেলা শহরে যেতে ব্রিটিশ আমল থেকেই নৌকা ও ট্রলারই তাদের একমাত্র ভরসা। স্কুল-কলেজের শিক্ষার্থী, অসুস্থ রোগী সরকারি-বেসরকারি চাকরিজীবীসহ প্রতিদিন প্রায় ৮০ হাজার মানুষ চলাচল করে এই নদীর উপর দিয়ে। এতে সময় ও বাড়তি অর্থ গুনতে হয় তাদের। এছাড়া রাতে নৌকা চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়তে হয় রোগী অথবা জরুরী চলাচলকারীদের।
এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ রাজিউল্লাহ জানিয়েছেন, সুগন্ধা নদীতে একটি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ ব্যাপারে কাজ চলছে বলেও জানান তিনি।
এদিকে, নলছিটি-বরগুনা সড়কের ঝালকাঠি জেলার অন্তর্গত সড়কটি প্রশস্তের কাজ চলছে বলে জানান নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন ।
সেতু নির্মিত হলে উপজেলা নলছিটি শহরের সাথে জেলার দুরত্ব কমার পাশাপাশি এ অঞ্চলের মানুষের সার্বিক উন্নয়ন হবে।
Nishat/Bodiar