জয়পুরহাট সংবাদদাতা: স্ট্রবেরি চাষ করে দারুণ সাড়া ফেলেছেন জয়পুরহাটের চাষিরা। স্থানীয় চাহিদা মিটিয়ে পুষ্টিকর এ ফলটি এখন সরবরাহ করা হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে। এতে আর্থিকভাবে সাবলম্বী হয়েছে অনেকে। কৃষি বিভাগ বলছে, বাজারমূল্য ভালো পাওয়ায় স্ট্রবেরি চাষে ঝুঁকছেন জেলার চাষীরা।
জয়পুরহাটে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে সুস্বাদু আর পুষ্টিগুণ সমৃদ্ধ ফল স্ট্রবেরি চাষ। লাভজনক হওয়ায় প্রতিবছরই বাড়ছে এ ফলের আবাদ। কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি আর্থিক ও স্বচ্ছলতা ফিরেছে অনেকের।
কৃষকরা জানায়, প্রতি বিঘা জমিতে এই ফল চাষ করতে এক থেকে দেড় লাখ টাকা খরচ হয়। আবহাওয়া অনুকূলে থাকলে সেই জমি থেকে স্ট্রবেরি বিক্রি করে লাভ হয় দুই থেকে আড়াই লাখ টাকা।
জেলায় স্ট্রবেরি ফলের চাষ সম্প্রসারণে নানা উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রাহেলা পারভীন।
জেলায় এ বছর সাড়ে ১২ হেক্টর জমিতে স্ট্রবেরির আবাদ হয়েছে।
AR/Bodiar