খাদ্যপণ্যের দাম বেড়েছে ২৫ ভাগ- সিপিডি

প্রকাশিত: ২৭-০৩-২০২৩ ১৪:২৯

আপডেট: ২৭-০৩-২০২৩ ১৭:১৭

নিজস্ব প্রতিবেদক: বাজার ব্যবস্থাপনার দুর্বলতার কারণে গত এক বছরে দেশে খাদ্যপণ্যের দাম বেড়েছে প্রায় ২৫ শতাংশ। বিশেষ করে মাছ, মাংস ও ডিমের দাম বেড়েছে বেশি। ফলে সীমিত আয়ের মানুষ জীবন যাপনের ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে। 

আজ (সোমবার) রাজধানীতে সেন্টার ফর পলিসি এন্ড ডায়ালগ- সিপিডির কার্যালয়ে আগামী বাজেট নিয়ে আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

এ সময় সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, 'বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে যে দুর্বলতা ঘনিভূত হচ্ছে, সেটি মোকাবেলা করার একমাত্র উপায় আগামী বাজেট। আসন্ন এই বাজেটে আয় ও ব্যয়ের মধ্যে যেমন সামঞ্জস্য রাখতে হবে, তেমনি বৈদেশিক মুদ্রা ও রাজস্ব আদায়ের খাতগুলোকে বিবেচনায় রাখতে হবে'।

এছাড়া আগামী অর্থবছরে নির্বাচনের ব্যয় কিভাবে কমানো যায় তাও ভাবনার বিষয় বলে জানান তিনি।

LGR/Bodiar