সৌদিতে বাস উল্টে ৮ বাংলাদেশিসহ ২৪ ওমরাহ যাত্রী নিহত

প্রকাশিত: ২৮-০৩-২০২৩ ০৮:৩২

আপডেট: ২৯-০৩-২০২৩ ০৯:৪৫

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে ৪৭ জন ওমরাহ যাত্রীর বাস উল্টে ৮ বাংলাদেশিসহ অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। বাসটিতে মোট বাংলাদেশি ছিলেন ৩৫ জন। (মঙ্গলবার) রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জনিয়েছে, বাসটি উল্টে আগুন ধরায় বহু দেহ পুড়ে বিকৃত হয়েছে। যে কারণে নিহতদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না।

এদিকে, নিহতদের মধ্যে এখন পর্যন্ত ৮ জন বাংলাদেশির পরিচয় নিশ্চিত হয়েছে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট। অন্যদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে। 

স্থানীয় সময় গতকাল সোমবার ওমরাহ পালন করতে মক্কা নগরীতে যাওয়ার সময় দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর রেলিংয়ে ধাক্কা লেগে উল্টে যাবার পর আগুন লেগে যায় বাসটিতে। ব্রেক কাজ না করায় এ দুর্ঘটনা ঘটে বলে মধ্যপ্রাচ্যভিত্তিক গালফ নিউজের খবরে বলা হয়েছে।

এদিকে, দুর্ঘটনায় আহতদের স্থানীয় কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাংলাদেশির চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করার কথা জানিয়েছে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট।

 

rocky/shimul