নিজস্ব প্রতিবেদক: নির্বাচনকালীন সরকার ঠিক না হলে নির্বাচন কমিশনের সাথে কোন আলাপ হবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর।
আজ বুধবার দুপুরে রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন তিনি।
ফখরুল বলেন, জনগণের সাথে সরকারের মন্ত্রীরা তামাশা করছে। ক্ষমতাসীনদের সিন্ডিকেটের কারণেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। রোজার পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব ।
GM/shimul