কারসাজিতে ব্রয়লার মুরগির দাম বৃদ্ধি

প্রকাশিত: ২৯-০৩-২০২৩ ১৫:০৬

আপডেট: ২৯-০৩-২০২৩ ২১:১৬

তানজিলা নিঝুম: পোল্ট্রি ফার্মের মালিকরা ব্রয়লার মুরগির দাম নির্ধারণ করে দিয়ে এখন তার চেয়ে কম দামে বিক্রি করছে। একমাসের মধ্যে ব্রয়লার মুরগির দাম কেজিতে ৬০ থেকে ৭০ টাকা বেড়ে যাওয়া এবং তিনদিনের ব্যবধানে কেজিতে প্রায় ১০০ টাকা কমে যাওয়াকে অস্বাভাবিক বলছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। উৎপাদনকারীরা কারসাজি করছেন কিনা তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও এফবিসিসিআই। 

কিছুদিন ধরে ব্রয়লার মুরগির দাম ১৯০ টাকা থেকে বেড়ে ২৭০ টাকা কেজিতে ওঠে। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় দফায় দফায় সভা করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এরপর ব্রয়লার মুরগির দাম কমিয়ে ১৯০ টাকায় বিক্রি করার ঘোষণা দেয় উৎপাদনকারীর চারটি কোম্পানি। কিন্তু তিনদিনের মধ্যে দাম নেমে আসে ১৬০ টাকায়। 

এভাবে দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া, বাজার ব্যবস্থাপনার স্বাভাবিক চিত্র নয়। এখানে বড় কোম্পানিগুলো বাজারে কারসাজি করছে কিনা তা দেখা হচ্ছে বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।

এদিকে, এফবিসিসিআইয়ের ডাকে সাড়া না দেয়ায় কারণ জানতে চেয়ে চিঠি দেয়া হয়েছে পোল্ট্রি ফার্ম মালিকদের। সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো তৎপর হলে বাজার ব্যবস্থাপনায় কিছুটা হলেও শৃঙ্খলা ফিরে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

Tanzila/shimul