মামলার পর আটক শামসুজ্জামান-স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২৯-০৩-২০২৩ ১৬:১৩

আপডেট: ৩০-০৩-২০২৩ ১১:৪৩

নিজস্ব প্রতিবেদক: প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে মামলার পর আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

আজ (বুধবার) সচিবালয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইন নিজস্ব গতিতে চলে। কেউ যদি সংক্ষুব্ধ হয়ে বিচার চায়, মামলা করেন। পুলিশকে তো ব্যবস্থা নিতেই হবে।’

তিনি বলেন, ‘যতোটা জানি, একটা মামলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে এটা হয়েছে। তবে প্রথম আলোর সাংবাদিকও ঠিক করেননি। স্বাধীনতার এতো বছরে এতোদূর এগুনোর পর এ ধরনের ভুয়া সংবাদ করা ঠিক হয়নি। আমি পুরো বিষয়টা এখনও জানি না,  জেনে আপনাদের জানাতে পারবো।’

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে মামলার পর আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

 

Mustafiz/Bodiar