নিজস্ব প্রতিবেদক : নতুন শিক্ষাক্রম বাস্তবায়িত হলে নোট বই, গাইড বই ও কোচিং বাণিজ্য বন্ধ হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
আজ বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দেশব্যাপী প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, এর ফলে আগামী এক বছরের মধ্যে শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক পরিবর্তন আসবে। এজন্য শিক্ষকদের মানসিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে জানান তিনি।
জাতীয় শিক্ষাক্রম নিয়ে অনেকেই সমালোচনা করছেন উল্লেখ করে, যত বিরোধিতাই আসুক, নতুন শিক্ষাক্রম কার্যকর করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।
Azmi/Bodiar