নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিলে অংশগ্রহণমূলক ভোট হয়েছে বলা যাবে। বড় রাজনৈতিক দল যদি ভোটে না আসে তাহলে পুরোপুরি অংশগ্রহণমূলক ভোট বলা যাবেনা।
আজ বুধবার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব বলেন তিনি।
তিনি জানান, বিএনপিকে আলোচনায় বসার আমন্ত্রণ জানানো হয়েছে। কমিশন তাদের উত্তরের অপেক্ষা করবে।
মোহাম্মদ আলমগীর বলেন, কমিশন আশাবাদী সব দল নির্বাচনে অংশ নেবে।
গণপ্রতিনিধিত্ব আদেশ নিয়ে জানতে চাইলে বলেন, ভোটের পর গেজেট প্রকাশের পূর্ব পর্যন্ত, ভোট বাতিলের সুযোগ থাকলে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান ইসির জন্য সহজ হবে।
KFA/Bodiar