‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে’

প্রকাশিত: ২৯-০৩-২০২৩ ২২:০৭

আপডেট: ২৯-০৩-২০২৩ ২২:০৭

নিজস্ব প্রতিবেদক : সংবিধান সংশোধন করুন আর নাই করুন আগামী জাতীয় নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

আজ (বুধবার) বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী টেক্্রটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশেন অব বাংলাদেশ-জেটেব আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, দেশের জনগণের ভোটাধিকার আবারো হরণ করার হীন উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যেই গুম হত্যা নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে আওয়ামী লীগ সরকার। 

সংবিধানের দোহাই দেখিয়ে জনগণের ভোটের অধিকার হরণ করে বর্তমান সরকার এবার পার পাবে না বলেও হুঁশিয়ারি দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

 

Zubayer/Bodiar