নিজস্ব প্রতিবেদক : পণ্যে ভেজাল রোধ, দাম ও মান নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর টাউনহল মার্কেটে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন-বিএসটিআই।
আজ (বুধবার) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওজন যন্ত্র বিএসটিআই অনুমোদিত না হওয়ায় এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় মাছ ও ফলের নমুনা সংগ্রহ করে ফরমালিন পরীক্ষা করেন তারা। পরে বিএসটিআই এর মহাপরিচালক মো. আবদুস সাত্তার জানান, রমজান মাসে জনগণ যেন মানসম্মত পণ্য নায্য দামে সংগ্রহ করতে পারে সেই লক্ষে এমন অভিযান মাস জুড়ে অব্যাহত থাকবে।
Forhad/Bodiar