রাজবাড়ীতে এখনো পাকিস্তানি প্রধানমন্ত্রীর নামে স্কুল!

প্রকাশিত: ৩০-০৩-২০২৩ ০৮:১১

আপডেট: ৩০-০৩-২০২৩ ০৯:৩১

রাজবাড়ী সংবাদদাতা: স্বাধীনতার পাঁচ দশক পরেও রাজবাড়ীতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের নামে রয়েছে একটি শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের দাবি জানানো হলেও তা কাজে লাগেনি। শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী বলছে এটা নিয়ে তারা বিব্রত। 

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলীর নামে ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয় মাধ্যমিক বিদ্যালয়। স্বাধীনতার ৫০ বছরে এটি স্কুল থেকে কলেজে উন্নীত হয়েছে, কিন্তু নাম পরিবর্তন হয়নি। স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার বিরোধিতাকারী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর নামে শিক্ষা প্রতিষ্ঠান থাকায় ক্ষুব্ধ শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকাবাসী। 

নারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জহুরুল ইসলাম জানান, দীর্ঘ দিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানটির নাম পরিবর্তনের জন্য স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন দপ্তরে দাবি জানানো হয়েছে।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, নাম পরিবর্তনের জন্য তারা কয়েক দফা শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন। মন্ত্রণালয় থেকে কোন উত্তর আসেনি। বিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশের যে কোনো গুণী ব্যক্তির নামে করার দাবি স্থানীয়দের। 

Nishat/sharif