নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজের ঢালে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত শিক্ষার্থী আহসান হোসাইন (২১) গতরাতে মারা গেছেন। এ ঘটনায় গুরুত্বর আহত তার বন্ধু রাগিব আখইয়ার ফাতিন (২৪) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গতকাল (বুধবার) বিকেলে দুর্ঘটনার শিকার আহসান ও ফাতিনকে ঢাকা মেডিক্যালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় গতরাতে মারা যান আহসান।
পোস্তগোলা ফায়ার স্টেশনের পরিদর্শক জানান, বিকেলে একটি মোটরসাইকেল নিয়ে ওই দুই যুবক হানিফ ফ্লাইওভারের ধোলাইপাড় অংশে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। সাথে সাথে তাদেরকে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত ফাতিনের অবস্থাও গুরুতর। তাকে জরুরি বিভাগে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
Mustafiz/sharif