ক্রীড়া ডেস্ক: বৈরি আবাহওয়ার কারণে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের আজ (বৃহস্পতিবার) ও আগামীকালের (শুক্রবার) খেলা স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই খেলা মাঠে গড়াবে আগামী শনি ও রোববার।
আসরের ৫ ম্যাচ খেলে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ঢাকা আবাহনী। অন্যদিকে সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থাকায় দ্বিতীয় অবস্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
সমান পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে মাশরাফির লিজেন্ড অফ রুপগঞ্জ। তবে আসরে হতাশ করেছে মোহামেডান। ৫ ম্যাচ খেলে এখনো একটিও জয়ের দেখা পায়নি ইমরুল কায়েসের দল।
Saju/sharif