সিরিয়ায় ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ২

প্রকাশিত: ৩০-০৩-২০২৩ ১১:৩৮

আপডেট: ৩০-০৩-২০২৩ ১১:৩৮

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। এতে সিরিয়ান দুই সেনা আহত হয়েছে। আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যম জানায়, (বুধবার) মধ্যরাতে ইসরাইলের ছোঁড়া বেশ কয়েকটি মিসাইল আকাশেই ধ্বংস করে দেয়া হয়েছে। এরপরও একাধিক মিসাইল আছড়ে পড়ে শহরের বিভিন্ন অংশে।

আল-জাজিরার খবরে জানানো হয়, রাত ১টা ২০ মিনিটে মিসাইল হামলা চালায় ইসরাইল। তবে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ভোর পর্যন্ত মিসাইল আক্রমণ প্রতিহত করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরাইল দখলকৃত গোলান হাইটস থেকে দামেস্কের আশেপাশে লক্ষ্য করে এই মিসাইলগুলো নিক্ষেপ করে। এতে প্রাথমিকভাবে দুই সৈন্য আহতসহ বেশ কিছু অবকাঠামোগত ক্ষতিও হয়েছে।

উল্লেখ্য, সিরিয়ার যুদ্ধ চলছে প্রায় ১১ বছরের বেশি সময় ধরে। দেশটির বাশার আল-আসাদ সরকারকে সমর্থন দিচ্ছে রাশিয়া ও ইরান। অন্যদিকে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সসহ পশ্চিমা দেশগুলো বাশার আল-আসাদবিরোধী। তাদের সঙ্গে রয়েছে তুরস্ক, সৌদি আরবসহ আরও কয়েকটি আরব দেশ।

২০১১ সালের মার্চে দেশটিতে যে সংকটের সূচনা হয়েছিল তার সুরাহা হয়নি এখনো। জাতিসংঘের তথ্য বলছে, ২০২২ সালেরর শুরুর দিকে সিরিয়ার ১ কোটি ৪৬ লাখের বেশি মানুষের মানবিক সহায়তার প্রয়োজনীয়তা দেখা দেয়। প্রায় ৫ লাখ সিরীয় শিশু ভয়াবহ অপুষ্টিতে ভুগছে। উদ্বাস্তু হয়েছে কয়েক লাখ সিরীয়।

Mustafiz/sharif