ঈদের সময় ফেরিতে ট্রাক-কাভার্ডভ্যান পারাপার বন্ধ

প্রকাশিত: ৩০-০৩-২০২৩ ১৩:০৯

আপডেট: ৩০-০৩-২০২৩ ২১:৩১

নিজস্ব প্রতিবেদক: ঈদের আগে তিনদিন, ঈদের দিন ও পরবর্তী ৩ দিন মোট ৭ দিন পচনশীল পণ্যবাহী পরিবহন বাদে অভ্যন্তরীণ নৌ রুটের ফেরিতে ট্রাক ও কাভার্ডভ্যান পারাপার বন্ধ থাকবে। এবার ঈদে শিমুলিয়া- মাঝিরকান্দি ফেরিঘাট দিয়ে মোটরসাইকেল পারাপার করতে পারবে। এসব তথ্য জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ (বৃহস্পতিবার) দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌপথে সুষ্ঠুভাবে নৌযান চলাচল সংক্রান্ত ‘ঈদ ব্যবস্থাপনা সভা’ শেষে সাংবাদিকদের তিনি এতথ্য জানান।

এসময় তিনি আরো জানান, ঈদের দিনসহ ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন মোট সাত দিন পচনশীল পণ্যবাহী পরিবহন বাদে ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন বন্ধ রাখা হবে।

প্রতিমন্ত্রী বলেন, প্রতি বছরের মতো এবারও ঈদের যাত্রীসেবা নিয়ে বৈঠক করেছি। ঈদের সম্ভাব্য তারিখ ২২শে এপ্রিল। ১৭ই এপ্রিল থেকে ঈদের আগের তিনদিন ও পরের তিনদিন পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া ফেরি দিয়ে সাধারণ ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে।

তিনি বলেন, পদ্মা সেতুতে যেহেতু কোনো মোটরসাইকেল চলবে না, এ কারণে আমরা চেষ্টা করছি, শিমুলিয়া বিকল্প ব্যবস্থা করতে পারি কি-না। বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি মোটরসাইকেল পারাপারের জন্য ব্যবস্থা গ্রহণ করবে।

খালিদ মাহমুদ বলেন, ঈদের সময় লঞ্চে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ সঠিক নয়। লঞ্চের ভাড়া নির্ধারণ করা আছে। ঈদের সময় লঞ্চে সেই নির্ধারিত ভাড়া নেয়া হয়। বছরের অন্য সময় কম ভাড়া নেয়া হয়।

MNU/sharif